Cover PhotoCover Photo

ই-সিম অর্ডার করুন

গত ১০ বছরে টেকনোলজি এগিয়ে গেছে চক্রবৃদ্ধি হারে। ডিজিটাল বিপ্লবের এই মাহেন্দ্রক্ষণে ওয়্যারলেস ডিভাইস এবং ইন্টেলিজেন্ট ডিভাইস এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ।

এই পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অ্যাক্সেসে অত্যাধুনিক ই-সিম টেকনোলজি চালু করার ঘোষণা দিতে পেরে রবি আজিয়াটা গর্বিত। এই ই-সিম সহজ এবং ফ্লেক্সিবল একটা নতুন যুগের সূচনা করবে বলে আশা করা যাচ্ছে।

রবি ই-সিম ব্যবহারের সুবিধা:

রবি ই-সিম হলো মোবাইল সংযোগের ভবিষ্যৎ

আপনার মোবাইল প্ল্যানগুলো স্মার্টফোন থেকে সরাসরি অ্যাক্টিভেট এবং ম্যানেজ করুন, এবং চাহিদা পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনমতো প্ল্যান স্যুইচ করুন।

আপনার ফিজিক্যাল সিম কার্ডের মিসপ্লেস বা নষ্ট হওয়া নিয়ে আর কোনো দুঃশ্চিন্তা নেই।

আইফোনস্যামসাংগুগল পিক্সেল
আইফোন এক্সএস সিরিজগ্যালাক্সি এস২১ সিরিজগুগল পিক্সেল ৪ সিরিজ
আইফোন ১১ সিরিজগ্যালাক্সি এস২২ সিরিজপিক্সেল ৫ সিরিজ
আইফোন ১২ সিরিজগ্যালাক্সি জেড ফ্লিপ সিরিজপিক্সেল ৬ সিরিজ
আইফোন ১৩ সিরিজগ্যালাক্সি জেড ফোল্ড সিরিজ-
আইফোন ১৪--
আইফোন ই-সিম সম্পর্কে জানুন--
ক্রমিকডব্লিউআইসি'র নামথানাএলাকাজেলাঠিকানা
বরিশালবরিশাল সদর (কোতয়ালী)বরিশাল মেট্রোবরিশাললিসা প্লাজা, ১৪০/১ সদর রোড, (শহীদ মিনারের সামনে), বরিশাল।
আগ্রাবাদডবল মুরিংবান্দরচট্টগ্রামইস্ট-কোস্ট সেন্টার (নিচ তলা, ৪৪০/৫৪৪, শেখ মুজিব রোড (ফারুক চেম্বারের বিপরীত দিকে), চৌমুহনী মোড়, আগ্রাবাদ, চট্টগ্রাম
জিইসিকোতোয়ালিকোতোয়ালিচট্টগ্রামআটলান্টা ট্রেড সেন্টার-গ্রাউন্ড ফ্লোর, ২৩/এ, এমএম আলী রোড, গোয়াল পাহাড় মুর, জিইসি, চট্টগ্রাম।
মুরাদপুরপাঁচলাইশচান্দগাঁওচট্টগ্রামরমনা টাওয়ার (নিচতলা), ৩৬/৭, সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম
বান্দরবানবান্দরবান সদরআমিরাবাদবান্দরবানদোকান ২১, ২৩, ২৫ ও ২৬ গোরোস্তান মার্কেট বান্দরবান মেইন রোড, বান্দরবান সদর।
কক্সবাজারকক্সবাজার সদরকক্সবাজারকক্সবাজারইব্রাহিম প্লাজা, টেকপাড়া (সিকদার মহলের কাছে), মেইন রোড, কক্সবাজার-৪৭০০
চাঁদপুরচাঁদপুর সদরচাঁদপুর মেট্রোচাঁদপুরদোকান নং-০৬ (১ম তলা), পৌরা সুপার মার্কেট, ২১/১ মিজানুর রহমান চৌধুরী রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০০
কুমিল্লাকুমিল্লা সদর দক্ষিণকুমিল্লা মেট্রোকুমিল্লাবায়তুস সালাম, হোল্ডিং # ২২৩/২০১, ঝাউটোলা, কুমিল্লা।
গাজীপুরগাজীপুর সদরগাজীপুর দক্ষিণগাজীপুরদোকান-১, এমএএস স্কয়ার (নিচ তলা) ৭২৭, ঢাকা রোড, আউটপাড়া, চান্দোনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর
১০ধানমন্ডিধানমন্ডিধানমন্ডিঢাকারবি সেবা, বাড়ি- ৭৫৩ (নিচতলা), সাতমসজিদ রোড (স্টার কাবাব ধানমন্ডি ১৯ এর পাশে), ধানমন্ডি
১১গুলশানগুলশানগুলশানঢাকানাফি টাওয়ার, নিচতলা, রবি কর্পোরেট অফিস, ৫৩ গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২
১২পল্টনপল্টনরমনাঢাকার‌্যাংগস টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, নিচতলা, ঢাকা (আজাদ প্রোডাক্টের বিপরীতে)
১৩জেএফপিবাড্ডাগুলশানঢাকারবি সেবা, দোকান নং:০১৮(এ), ব্লক:ডি, যমুনা ফিউচার পার্ক (লেভেল-৪), কা-২৪৪, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২২৯
১৪এসএসডিবিমান বন্দর থানাউত্তরাঢাকাহযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর
১৫উত্তরাউত্তরাউত্তরাঢাকাএনজেড সেন্টার (নিচ তলা), বাড়ি ৫, রোড ১২, সেক্টর ৬, উত্তরা মডেল টাউন, ঢাকা
১৬খুলনাখুলনা সদরখুলনাখুলনামুন্না টাওয়ার (নিচ তলা), ৭ কেডিএ এভিনিউ, খুলনা
১৭মিরপুরপল্লবীমিরপুরঢাকানিশি প্লাজা, প্লট#১, এভিনিউ#৪, ব্লক-সি, সেকশন#৬, মিরপুর, ঢাকা-১২১২
১৮নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরনারায়ণগঞ্জ মেট্রোনারায়ণগঞ্জআক্তার স্কয়ার নিচতলা, ৬৮ বিবি রোড, উকিল পাড়া জামে মসজিদ সংলগ্ন, ২ নং রেলগেট নারায়ণগঞ্জ
১৯টাঙ্গাইলটাঙ্গাইল সদরটাঙ্গাইল মেট্রোটাঙ্গাইলসান ফ্লাওয়ার, (সিঙ্গার শো রুম সংলগ্ন), ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল
২০লক্ষ্মীপুরলক্ষ্মীপুর সদরলক্ষীপুরলক্ষ্মীপুরনিচতলা ও ১ম তলা, হোল্ডিং নং-১১৪/০১, ওয়ার্ড নং-২, বাঞ্চানগর, লক্ষ্মীপুর পৌরশোয়া, (লিল্লাহ জামে মসজিদের বিপরীতে, মহিলা কলেজের কাছে) লক্ষ্মীপুর সদর
২১ময়মনসিংহময়মনসিংহ সদরময়মনসিংহময়মনসিংহনিচতলা, ৮ আরকে মিশন রোড, ময়মনসিংহ।
২২ফেনীফেনী সদরফেনী মেট্রোফেনীনাসিম ভূঁইয়া টাওয়ার, ৩১৬, এসএসকে রোড, ফেনী-৩৯০০
২৩নোয়াখালীবেগমগঞ্জনোয়াখালী মেট্রোনোয়াখালীচৌধুরী প্লাজা, নিচতলা, ২৫১৫/১, করিমপুর রোড, চৌমুহনী, নোয়াখালী।
২৪বগুড়াবগুড়া সদরবগুড়া উত্তরবগুড়াআরডি টাওয়ার, শহীদ আব্দুল জব্বার রোড, কালীবাড়ি, জলেশ্বরীতলা, বগুড়া
২৫সিলেটসিলেট সদরসিলেট মেট্রোসিলেট১১৭-আজাদী, মিরবক্সটুলা, সিলেট

আপনার হ্যান্ডসেটে ই-সিম ইনস্টল করার পরেই এক্সক্লুসিভ রোমিং অ্যাক্টিভেশন সুবিধা উপভোগ করুন।

পোস্টপেইড গ্রাহকদের জন্য বাধ্যতামূলক সিকিউরিটি ডিপোজিটের দরকার নেই

প্রিপেইড গ্রাহকদের জন্য ন্যূনতম প্রাথমিক ($৫) রিচার্জ

২৪/৭ হোয়াটস্যাপ সাপোর্ট
+৮৮০১৮৮৬৬৬৪১২১

এছাড়াও, মাত্র ৯৯ টাকায় ডেইলি আনলিমিটেড রোমিং উপভোগ করুন, বিস্তারিত জানতে ভিজিট করুন www.robi.com.bd/en/personal/roaming for more.

১. ই-সিম আসলে কি ? 

এমবেডেড সিম ( ই-সিম ) হলো সিম কার্ডের একটি ফর্ম যা একটি ডিভাইসে সরাসরি এম্বেড করা হয়। ফলে প্রচলিত সিম কার্ডের প্রয়োজন হয় না।

২. কিভাবে ই-সিম কিনবেন বা সক্রিয় করবেন?

  • আপনার প্ল্যান নির্বাচন করুন।
  • মোবাইল ফোন নম্বর নির্বাচন করুন।
  • বায়োমেট্রিক অথেন্টিকেশন।
  • আপনার মোবাইল ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করুন।
  • প্রদত্ত টুলকিটে কিউআর কোড স্ক্যান করুন।
  • আপনার ডিভাইসের জন্য নির্দেশিত পদ্ধতি অনুসরণ করুন।

৩. ই-সিম-এ এক্সচেঞ্জ করতে , আপনি আপনার ই-সিম- সক্ষম স্মার্টফোন সাথে নিয়ে নিকটস্থ রবি সেবা কেন্দ্রে যেতে পারেন এবং স্ট্যান্ডার্ড সিম কেনার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন, অথবা আপনি রবি অনলাইন শপে গিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করে ই-সিম এক্সচেঞ্জ করতে পারবেন:

  • ই-সিম মাইগ্রেশনের জন্য অনুরোধ।
  • বায়োমেট্রিক অথেন্টিকেশন।
  • আপনার মোবাইল ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করুন।
  • টুলকিটে কিউআর কোড স্ক্যান করুন।
  • আপনার ডিভাইসের জন্য নির্দেশিত পদ্ধতি অনুসরণ করুন।

৪. আপনি যদি আপনার মোবাইল ডিভাইস বদলাতে চান, তাহলে আপনার ই-সিম চালু রাখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন :

  • আপনার মোবাইল ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করুন।
  • আপনার পুরানো ডিভাইস থেকে ই-সিম প্রোফাইল নিষ্ক্রিয় করুন এবং মুছে ফেলুন।
  • আপনার নতুন স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করুন।
  • আপনার নতুন হ্যান্ডসেটের জন্য নির্দেশিত পদ্ধতি অনুসরণ করুন।

৫- ই-সিম এবং Physical সিম এর প্যাকেজ অফার কি এক থাকবে ?

  • এক থাকবে ।

৬- ই-সিম থেকে কি রোমিং করা যাবে?

  • হ্যাঁ, যাবে।

৭- ই-সিম এর QR কোড কতবার স্ক্যান করা যাবে?

  • একাধিক বার।

৮- QR কোড অথবা ই-সিম ইনস্টল করা হ্যান্ডসেট চুরি হলে অথবা হারিয়ে গেলে কি করতে হবে?

  • QR কোড অথবা ই-সিম ইনস্টল করা হ্যান্ডসেট চুরি হলে অথবা হারিয়ে গেলে আপনাকে তখনি Robi WIC তে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

৯- Physical সিম এবং ই-সিম কি একই ডিভাইস এ ব্যবহার করা যাবে ?

  • হ্যাঁ, আপনার ডিভাইস যদি সাপোর্ট করে তাহলে যাবে।

১০- ডিভাইসের ফ্যাক্টরি রিসেট হলে করণীয় কি?

  • ই-সিম প্রোফাইল মুছে যাবে স্বয়ংক্রিয়ভাবে, তাই আপনার QR কোড-টি আবার স্ক্যান করতে হবে।

১১- হ্যান্ডসেট পরিবর্তন করা হলে কি একই ই-সিম ব্যবহার করা যাবে?

  • হ্যাঁ, বর্তমান ডিভাইস থেকে ই-সিম প্রোফাইল সরিয়ে এবং তারপর নতুন ডিভাইস থেকে QR স্ক্যান করার মাধ্যমে ব্যবহার করা যেতে পারে।

আরও পছন্দ করতে পারেন

রবি ৪জি রাউটার
রবি ৪জি রাউটার

রবি ৪জি রাউটারের সাথে কানেক্টিভিটির যুগে উপভোগ করুন নিরবচ্ছিন্ন ইন্টারনেট

রবি নতুন সিমের সাথে এক্সক্লুসিভ মগ ফ্রি
রবি নতুন সিমের সাথে এক্সক্লুসিভ মগ ফ্রি

রবি থেকে পান আকর্ষণীয় গিফট!
রবি থেকে পান আকর্ষণীয় গিফট!