— এমএনপি মানে হচ্ছে মোবাইল নম্বর বহনযোগ্যতা যার মাধ্যমে আপনি আপনার বর্তমান নম্বরটি অপরিবর্তিত রেখেই আপনার পছন্দের অপারেটর এ যেতে পারবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ১লা অক্টোবর ২০১৮ থেকে এই সুবিধা বাংলাদেশে চালু হয়েছে।
— উদাহরণ – আপনার যদি কোন জিপি ও বাংলালিংক নম্বর থাকে তবে আপনি সেই নম্বর পরিবর্তন না করেই রবিতে আসতে পারবেন।
— আপনি যদি এমএনপি’র মাধ্যমে আপনার মোবাইল নেটওয়ার্ক পরিবর্তন করেন তবে আপনার ডেটা, এসএমএস ইত্যাদির ব্যালেন্স বাজেয়াপ্ত করা হবে।
— জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
আনলিমিটেড ইন্টারনেট রোমিং এসএমএস এবং লোকাল ৬জিবি
আনলিমিটেড ইন্টারনেট রোমিং এসএমএস এবং লোকাল ৪জিবি
এখন ফিজিক্যাল সিম কার্ড ছাড়াই যুক্ত হোন সেলুলার নেটওয়ার্কে!