Cover PhotoCover Photo

স্পেশাল হজ্ব রোমিং প্যাকস ২০২৫ (বিডিটি)

বাংলাদেশে এই প্রথমবারের মতো, ২০২৫ সালের হজের দুই মাসের জন্য হজযাত্রীরা আন্তর্জাতিক রোমিং সেবা নিতে পারবেন স্থানীয় মোবাইল ব্যালেন্স (টাকা) ব্যবহার করে—বিদেশি মুদ্রা ব্যবহারের প্রয়োজন হবে না।

নিচের তালিকা থেকে আপনার জন্য উপযোগী প্যাকটি বেছে নিন।

696
স্পেশাল হজ্ব রোমিং প্যাকস (শুধুমাত্র সৌদি আরব)
মেয়াদডেটামিনিট (ইনকামিং ও আউটকামিং)এসএমএসমূল্য (সরকারি ট্যাক্স সহ)পার্চেস চ্যানেল
১ দিন৫০০ এমবি--১৪৬ টাকাডায়াল করুন *১২১*০০১৪৬# অথবা মাই রবি বা সরাসরি রিচার্জ বা এমএফএস (মোবাইল ফিনান্স
৭ দিন৪ জিবি৩০১০৬৯৬ টাকাডায়াল করুন *১২১*০০৬৯৬# অথবা মাই রবি বা সরাসরি রিচার্জ বা এমএফএস (মোবাইল ফিনান্স)
৪০ দিন-১০০-১,৩৯৬ টাকাডায়াল করুন *১২১*০০১৩৯৬# অথবা মাই রবি বা সরাসরি রিচার্জ বা এমএফএস (মোবাইল ফিনান্স)
৩০ দিন১০ জিবি৩০৩০১,৭৯৮ টাকাডায়াল করুন *১২১*০০১৭৯৮# অথবা মাই রবি বা সরাসরি রিচার্জ বা এমএফএস (মোবাইল ফিনান্স)
৫০ দিন২০ জিবি৫০৫০২,১৯৮ টাকাডায়াল করুন *১২১*০০২১৯৮# অথবা মাই রবি বা সরাসরি রিচার্জ বা এমএফএস (মোবাইল ফিনান্স)
৬০ দিন৪৫ জিবি২৫০২০৪,৯৯৮ টাকাডায়াল করুন *১২১*০০৪৯৯৮# অথবা মাই রবি বা সরাসরি রিচার্জ বা এমএফএস (মোবাইল ফিনান্স)

শর্তাবলী:

  • উপরোক্ত প্যাকগুলো শুধুমাত্র সৌদি আরবে ব্যবহারযোগ্য।
  • এগুলো হলো ২০২৫ সালের জন্য বিশেষ ছাড়সহ হজ বিডিটি প্যাক, যা প্রিপেইড ও পোস্টপেইড—দুই ধরণের গ্রাহকের জন্যই প্রযোজ্য।
  • গ্রাহকরা এই প্যাকগুলো নিজেদের মোবাইল ব্যালেন্স (টাকা) ব্যবহার করে কিনতে পারবেন।
  • সৌদি আরবের নেটওয়ার্কে কানেক্ট (ল্যাচ) হওয়ার পর থেকেই প্যাকের মেয়াদ গণনা শুরু হবে।
  • ভয়েস কলের প্রতি পলস হবে ৬০ সেকেন্ড (১ মিনিট)। প্যাকের মিনিট ব্যবহার করা যাবে:
    সৌদি আরবে লোকাল কল করার জন্য
    বাংলাদেশে কল ব্যাক করার জন্য
    তৃতীয় কোনো দেশে কল করার জন্য
    কল রিসিভ করার জন্য
    (স্যাটেলাইট ও প্রিমিয়াম নম্বরে আউটগোয়িং কল এবং অ্যারো মোবাইল ও মেরিটাইম ইনকামিং কল এখানে অন্তর্ভুক্ত নয়।)
  • এই প্যাকগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না।
  • গ্রাহকরা চাইলে একাধিকবার এই প্যাক কিনতে পারবেন।
  • যদি কোনো গ্রাহক পূর্বের হজ বিডিটি প্যাকের মেয়াদ চলাকালীন একই বা অন্য কোনো হজ বিডিটি প্যাক কিনেন, তাহলে আগের প্যাকের ব্যবহার শেষ হওয়ার পর নতুন প্যাকের ব্যবহার শুরু হবে।
  • যদি কোনো গ্রাহকের প্রোফাইলে হজ ইউএসডি (USD) প্যাক আগে থেকেই থাকে এবং তিনি একটি হজ বিডিটি প্যাক কিনেন, তাহলে সৌদি আরবে নেটওয়ার্কে ল্যাচ হওয়ার পর প্রথমে বিডিটি প্যাক থেকেই ব্যবহার শুরু হবে। যখন বিডিটি প্যাকের মেয়াদ শেষ হবে, তখন ইউএসডি প্যাক সক্রিয় হবে এবং সেখান থেকে ব্যবহার শুরু হবে।
  • যদি কোনো গ্রাহক ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করেন এবং তাঁর প্রোফাইলে একটি হজ ইউএসডি প্যাক থাকে, তাহলে সেটি সক্রিয় থাকবে এবং ব্যবহার চলবে। যদি তিনি এরপর একটি হজ বিডিটি প্যাক কেনেন, তবে সেটিও সঙ্গে সঙ্গে সক্রিয় হবে এবং তার মেয়াদ তখনই শুরু হবে। প্রথমে ইউএসডি প্যাকের ব্যবহার শেষ হবে, তারপর বিডিটি প্যাকের ব্যবহার শুরু হবে।
  • পে এস ইউ গো ভিত্তিতে ভয়েস কল, এসএমএস বা ইন্টারনেট ব্যবহার বিডিটি ব্যালেন্স থেকে করা যাবে না। এ ধরনের সেবা চালিয়ে যেতে চাইলে গ্রাহককে আবার একটি হজ বিডিটি প্যাক কিনতে হবে। আর পে এস ইউ গো সেবা ব্যবহার করতে হলে গ্রাহকের অবশ্যই একটি রোমিং ইউএসডি অ্যাকাউন্ট থাকতে হবে।
  • প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকই চাইলে আগের মতো সাধারণ হজ রোমিং প্যাক (ইউএসডি পেমেন্ট ভিত্তিক) ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকগুলোতে কোনো ছাড় বা অতিরিক্ত মেয়াদ প্রযোজ্য হবে না।