Cover PhotoCover Photo

রবি রোমিং যেভাবে সক্রিয় করবেন

রবি রোমিং যেভাবে এক্টিভেট করবেন:

প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করে রাখুন:

  • কার্ডধারী অথবা/এবং রোমারের পাসপোর্ট কপির প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি (যদি রোমার এবং ক্রেডিট/ডেবিট কার্ডধারী আলাদা হয়)
  • ডলার এন্ডোরসমেন্ট পেজ" এর স্ক্যান কপি (ম্যানুয়াল অ্যাক্টিভেশনের সময় শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য)
  • প্রিপেইড গ্রাহকদের জন্য ডলার এন্ডোরসমেন্ট পেজ বাধ্যতামূলক নয়

ডকুমেন্ট জমা দিন:

  • ডকুমেন্টের স্ক্যান কপি myroaming@robi.com.bd এই ঠিকানায় ইমেইল করুন অথবা নিকটস্থ রবি সেবা কেন্দ্র ভিজিট করুন।

নিরাপত্তা জামানত:

  • এন্ডোর্সমেন্ট-এর অনুপস্থিতিতে ১ ইউএস ডলার চার্জ করা হবে যা অগ্রিম পেমেন্ট হিসাবে রোমিং অ্যাকাউন্টের বিপরীতে আপডেট করা হবে।
  • আন্তর্জাতিক রোমিংয়ের জন্য ন্যূনতম ডিফল্ট নিরাপত্তা আমানত হবে ৫,০০০ টাকা। ক্রেডিট লিমিট হবে সিকিউরিটি ডিপোজিটের সমপরিমাণ।
  • প্লাটিনাম এলিট এবং সিলেক্ট এলিট গ্রাহকেরা আন্তর্জাতিক রোমিং-এর ক্ষেত্রে জিরো ডিপোজিট সুবিধা উপভোগ করতে পারবেন। কোন ডিফল্ট ক্রেডিট লিমিটের প্রয়োজন নেই। তাই, রোমিং সেবা ব্যবহার করতে এবং প্যাক কিনতে গ্রাহককে অগ্রিম ১০ ডলার অথবা প্যাকেজ মূল্য+ট্যাক্স পে করতে হবে । অগ্রিম পেমেন্ট এভেইলেবল ক্রেডিট হিসেবে দেখাবে।
  • প্রিপেইড গ্রাহকদের জন্য সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ১০ ডলার অথবা প্যাকেজ মূল্য+ট্যাক্স।
  • প্যাকেজ-ভিত্তিক সর্বনিম্ন অগ্রিম পেমেন্ট / রিচার্জের পরিমাণ নিচে দেয়া হলোঃ
ক্রমিকপ্যাকেজের নামমূল্য (ভ্যাট অন্তর্ভুক্ত)সর্বনিম্ন অগ্রিম পেমেন্ট / রিচার্জ
ট্র্যাভেল প্যাক মিনি @১২৯১৭৯.৩১$১০
ট্র্যাভেল প্যাক সুপার @৫৯৯৮৩৩$১০
ট্র্যাভেল প্যাক আল্ট্রা @২৫৯৯৩৬১৩$৩৫
ট্র্যাভেল কম্বো ডেইলি @৯৯৯১৩৮৯$১৫
ট্র্যাভেল কম্বো মিনি @১৪৯৯২০৮৪$২০
ট্র্যাভেল কম্বো সুপার @১৯৯৯২৭৭৯$২৫
ট্র্যাভেল কম্বো আল্ট্রা @২৪৯৯৩৪৭৪$৩৫
হজ্ব কম্বো @৪৯৯৯৬৯৪৯$৭০
হজ্ব ভয়েস অ্যান্ড এসএমএস বান্ডেল @১৪৯৯২০৮৪$২০
১০হজ্ব ডেটা বান্ডেল @১৪৯৯২০৮৪$২০
১১ট্র্যাভেল ১০০ দেশ @৮০০১১১২$১৫

আন্তর্জাতিক রোমিং সেবা সক্রিয় করুন মাই রবি অ্যাপ ব্যবহার করে!

এখন আন্তর্জাতিক রোমিং সেবা সক্রিয় করুন মাই রবি অ্যাপ ব্যবহার করে। দীর্ঘ ডকুমেন্ট সরবরাহ না করেই উপভোগ করুন রোমিং সেবা! আরো তথ্যের জন্য “ক্লিক করুন”