রবি নিয়ে এলো মাত্র ৪৯০ টাকা রিচার্জে ৩০ দিন ১.৭ জিবি ব্যবহার করার দারুণ এক অফার।
শর্তাবলী:
- প্যাক আইডি RBD220010D
- এই অফারটি শুধুমাত্র ভিটিএস নম্বরে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
- এই অফারটি শুধুমাত্র ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (VTS) সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে
- প্যাকের মেয়াদ শেষ হওয়ার পরে, আপনাকে যানবাহন ট্র্যাকিং সিস্টেম (VTS) সেবা চালিয়ে যেতে একই প্যাক পুনরায় কিনতে হবে
- প্যাক ভলিউম বা মেয়াদ শেষ হওয়ার পরে, আপনাকে পে-অ্যাস-ইউ-গো রেটে চার্জ করা হবে
- স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ প্রযোজ্য নয়।
- সরকারি শুল্কসহ মূল্য ধার্য।