বাংলাদেশে, গ্রাহকদের একটি বড় অংশ রয়েছে যারা বিদেশে থাকেন এবং প্রতি ২/৩ বছর পর পর তাদের পরিবারের সাথে দেখা করতে আসেন। এই গ্রাহকরা হোম গ্রাউন্ডে যাওয়ার সময় তাদের নম্বর পরিবর্তন করতে চান না। তারা তাদের পরিচয় হিসাবে একই নম্বর রাখতে চান। কিন্তু বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন অনুযায়ী নম্বর সিরিজ পরিচালনার জন্য অপারেটররা ১৮ মাস পর অব্যবহৃত সিম রিসাইকেল করছে। ফলে এই গ্রাহকরা তাদের কাঙ্খিত নম্বর হারাচ্ছে এবং যতবারই তারা দেশে ফিরে আসছে ততবারই তাদের নতুন সিম কিনতে হচ্ছে। আমাদের রেমিট্যান্স যোদ্ধা যারা আমাদের দেশের জন্য কষ্টার্জিত বৈদেশিক রেমিট্যান্স নিয়ে আসছেন তাদের জন্য এটি একটি সুখকর অনুভূতি নয়।
আমাদের প্রিয় রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একই নম্বর রাখার এই চাহিদা বোঝার পর রবি একটি উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে, যার মাধ্যমে যেকোনো গ্রাহক তাদের সিমটি ৫ বছর পর্যন্ত ব্যবহার না করেও সক্রিয় রাখতে পারবেন। এখানে গ্রাহককে শুধুমাত্র ৭৯৬ টাকা দিয়ে ৫ বছরের জন্য মূল অ্যাকাউন্টের মেয়াদ কিনতে হবে!
১. কিভাবে ৩ বছরের মেয়াদ কিনবেন?
উত্তরঃ ৩ বছরের মেয়াদ কিনতে গ্রাহককে ৪৯৬ টাকা রিচার্জ করতে হবে। গ্রাহক ৩০ দিনের জন্য ৩০০ মিনিট এবং মেইন অ্যাকাউন্টের জন্য ৩ বছরের মেয়াদ পাবেন।
২. কিভাবে ৫ বছরের মেয়াদ কিনবেন?
উত্তরঃ ৫ বছরের মেয়াদ কিনতে গ্রাহককে ৭৯৬ টাকা রিচার্জ করতে হবে। গ্রাহক ৩০ দিনের জন্য ৫০০ মিনিট এবং মেইন অ্যাকাউন্টের জন্য ৫ বছরের মেয়াদ পাবেন।
৩. মেয়াদ কিভাবে চেক করবেন?
উত্তরঃ মেয়াদ দেখতে *১# ডায়াল করুন।
৪. মিনিট বান্ডেল কিভাবে চেক করবেন?
উত্তরঃ মিনিট বান্ডেল চেক করতে *২২২*২# ডায়াল করুন।
৫. কারা এই অফার কেনার যোগ্য?
উত্তরঃ যেকোনো রবি প্রিপেইড নম্বর এই মেইন অ্যাকাউন্টের মেয়াদ কেনার যোগ্য।
ডেটা শেষ হয়ে গেলেও চলবে টেক্সট-অনলি ফেসবুক
সেরা বান্ডেল পেতে ডায়াল করুন *১২৩*১২২# নম্বরে