Cover PhotoCover Photo

ইন্টারনেট প্যাক

কোনো প্যাক পাওয়া যায় নি

  • ডেটা ভলিউম ২জি/৩জি/৪জি নেটওয়ার্ক পরিবেশে ব্যবহার করা যাবে
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#, অন-নেট মিনিট চেক করতে ডায়াল করুন *২২২*২#, অফ-নেট মিনিট চেক করতে ডায়াল করুন *২২২*৯#, এসএমএস চেক করতে ডায়াল করুন *২২২*১২#।
  • প্রিপেইড গ্রাহকরা উপরের সকল কম্বো প্যাক কিনতে পারবেন।
  • শুধুমাত্র প্রিপেইড রবি গ্রাহকরা রিচার্জের মাধ্যমে ডেটা প্যাক কিনতে পারবেন। প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকই ইউএসএসডি কোড ডায়াল করে ডেটা প্যাক কিনতে পারবেন।
  • স্ক্র্যাচ কার্ডের জন্য, অনলাইন রিচার্জ প্রযোজ্য নয়। এই প্যাকগুলো শুধুমাত্র মোবাইল ব্যালেন্সের মাধ্যমে অনলাইনে কেনাকাটার জন্য প্রযোজ্য।

    • এই প্যাকেজগুলো সকল রবি প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
    • গ্রাহকরা ইজিলোড, এমএফএস, ইউএসএসডি বা মাইরবি অ্যাপ রিচার্জের মাধ্যমে অফারগুলো নিতে পারবে
    • অফারের মেয়াদ প্রতিদিনের ক্যালেন্ডারের দিন অনুযায়ী হবে, অফারের প্রথম দিনটি কেনার সময় থেকে ২৩ঃ৫৯ মধ্যরাত পর্যন্ত হিসেব করা হবে
    • গ্রাহক বিদ্যমান প্যাকের মেয়াদের (অ্যাক্টিভেশনের দিন + ২ দিন) মধ্যে একই ডেইলি জিবি ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন না। তবে, গ্রাহক *১২৩*৬৬৬# ডায়াল করে বুস্টার প্যাক কিনতে পারবেন। বুস্টার প্যাকের মেয়াদ সেই ক্যালেন্ডার দিনের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ প্যাক কেনার দিন ২৩ঃ৫৯-এ মেয়াদ শেষ হবে৷
    • গ্রাহক যদি তাদের দৈনিক কোটা শেষ করে, তাহলে তারা একটি বুস্টার প্যাক কিনতে পারবে। বুস্টার প্যাক পেতে ডায়াল করুন *১২৩*৬৬৬#। ব্যবহার প্রতি সর্বোচ্চ খরচ হবে ৬.৬৬২৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি সহ)
    • গ্রাহক তাদের অ্যাকাউন্টে দৈনিক ইন্টারনেট প্যাকেজ না থাকলে বুস্টার প্যাক কিনতে পারবেন না।
    • কোন ক্যারি ফরওয়ার্ড হবে না। অটো রিনিউ প্রযোজ্য নয়।
    • গ্রাহক একই প্যাক একাধিকবার কিনতে পারবেন।
    • অবশিষ্ট মেয়াদ চেক করতে ডায়াল করুন *৩#"