রবি ও এয়ারটেল গ্রাহকেরা খুব সহজে, অল্প সময়ে রবি বিল পে সেবার মাধ্যমে ডেসকো ঢাকা বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি লিমিটেড)এর বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
রবি ও এয়ারটেল ব্যবহারকারী এবং যারা রবি ও এয়ারটেল ব্যবহারকারী নন কিংবা এখনো মোবাইলই ব্যবহার করেন না, তারাও যেকোন “রবিক্যাশ পয়েন্ট” লোগো চিহ্নিত এজেন্ট পয়েন্ট থেকে ডেসকো বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
আগারগাঁও, মনিপুর, শাহআলী, রূপনগর, কাফরুল, উত্তরা(পূর্ব এবং পশ্চিম), পল্লবি, কাল্যানপুর, কাফরুল, বারিধারা,বাড্ডা, গুলশান, পুর্বাচল, দক্ষিণখান, টঙ্গি পূর্ব এবং পশ্চিম)
প্রদেয় বিল এর পরিমান | সার্ভিস চার্জ |
---|---|
৪০০ টাকা বা তার কম | ৫ টাকা |
৪০১ টাকা থেকে ১৫০০ টাকা | ১০ টাকা |
১৫০১ টাকা থেকে ৫০০০ টাকা | ১৫ টাকা |
৫০০০ টাকার উর্ধে | ২৫ টাকা |
রবি নম্বর থেকে রবিক্যাশ ওয়ালেট রেজিস্ট্রেশন:
এজেন্টের এর মাধ্যমে রবিক্যাশ ওয়ালেট রেজিস্ট্রেশন:
ডেসকো রেজিস্ট্রেশন এর সময় করণীয়:
বিল পরিশোধ এর সময় করণীয়:
বিল চেক এর সময় কাস্টমার এর করণীয়:
অ্যাপ এর মাধ্যমে বিল পরিশোধ:
বিস্তারিত জানতে :
কল করুন ১২৩ অথবা ০১৮১৯-৪০০৪০০ নম্বরে(চার্জ প্রযোজ্য)