রবি ও এয়ারটেল গ্রাহকেরা খুব সহজে, অল্প সময়ে রবি বিল পে সেবার মাধ্যমে সিওয়াসা (চট্টগ্রাম ওয়াসার পানি ও পয়ঃ) বিল পরিশোধ করতে পারবেন।
রবি ও এয়ারটেল ব্যবহারকারী এবং যারা রবি ব্যবহারকারী নন কিংবা এখনো মোবাইল ব্যবহার করেন না, তারাও যেকোন “রবিক্যাশ পয়েন্ট”লোগো চিহ্নিত এজেন্ট পয়েন্ট থেকে সিওয়াসার বিল প্রদান করতে পারবেন।
এনায়েত বাজার, বাগ্ মনিরাম, জয়নগর, পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামি, লালখান বাজার, রহমতগঞ্জ, জামালখান, ঘাট ফরহাদ বেগ, দেওান বাজার, ছান্দানপুরা, চকবাজার, পাথরঘাটা, কোরবানিগঞ্জ, ফিরিঙ্গি বাজার,আন্দরকিল্লা, বক্সিরহাট, অল্কার, সদরঘাট, মাদারবারি, পশ্চিম মাদারবারি, পাঠানটুলি, দেওয়ানহাট, আগ্রাবাদ, হালিশহর, কাবিল্লাধাম, পাহাড়তলি, বি এস জি, বি এস পি, এবং গভর্নমেন্ট।
প্রদেয় বিল এর পরিমান | সার্ভিস চার্জ |
---|---|
৪০০ টাকা বা তার কম | ৫ টাকা |
৪০১ টাকা থেকে ১৫০০ টাকা | ১০ টাকা |
১৫০১ টাকা থেকে ৫০০০ টাকা | ১৫ টাকা |
৫০০০ টাকার উর্ধে | ২৫ টাকা |
রবি নম্বর থেকে রবিক্যাশ ওয়ালেট রেজিস্ট্রেশন:
এজেন্টের এর মাধ্যমে রবিক্যাশ ওয়ালেট রেজিস্ট্রেশন:
সিওয়াসার রেজিস্ট্রেশন এর সময় করণীয়:
বিল পরিশোধ এর সময় করণীয়
বিল চেক এর সময় কাস্টমার এর করণীয়:
অ্যাপ এর মাধ্যমে বিল পরিশোধ:
কল করুন ১২৩ অথবা ০১৮১৯-৪০০৪০০ নম্বরে (চার্জ প্রযোজ্য)