Cover PhotoCover Photo

বিডি অ্যাপ

বিডিঅ্যাপস একটি লোকাল অ্যাপ স্টোর এবং এপিআই হাব যেখানে অ্যাপ্লিকেশন ডেভলোপকারীরা তাদের অ্যাপ্লিকেশনগুলো মানিটাইজ করতে পারবেন। এপিআই ছাড়াও, বিডিঅ্যাপস ২৪/৭ ডেভেলপার এবং অ্যাডমিন সাপোর্টের সাথে সাথে ডাউনলোডযোগ্য এবং ডাউনলোড অযোগ্য উভয় অ্যাপই মানিটাইজ করার বিকল্প অফার করে। বর্তমানে বিডিঅ্যাপস-এর ডেভেলপারদের মধ্যে দেশের বৃহত্তম কমিউনিটি রয়েছে। আইসিটি বিভাগ ২০২১ সালে প্ল্যাটফর্মটিকে বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর হিসাবে ঘোষণা করে।

অ্যাপ স্টোর এক্সপ্লোর করতে ক্লিক করুনঃ bdapps.com

আপনার নিজের অ্যাপ তৈরি করতে ক্লিক করুনঃ  dev.bdapps.com

 

রিসোর্স এবং টিউটোরিয়ালের জন্য ইউটিউব চ্যানেলঃ www.youtube.com/channel/UCqvfVsEehWz896qeWIEvFVg

প্রশ্নঃ কারা বিডিঅ্যাপ্‌স-এ অ্যাপ তৈরি করতে পারবে?

উত্তরঃ ডেভলোপার ওয়েবসাইট এবং বিডিঅ্যাপস ইউটিউব চ্যানেলে থাকা টিউটোরিয়াল দেখে বেসিক লাইট মডিউল ব্যবহার করে যে কেউ বিডিঅ্যাপ্‌স-এ অ্যাপ তৈরি করতে পারবে।

প্রশ্নঃ বিডিঅ্যাপ্‌স এ কি ধরনের অ্যাপ তৈরি করা যায়?

উত্তরঃ বিডিঅ্যাপ্‌স দুটি মডিউল অফার করে- বিডিঅ্যাপ্‌স লাইট এবং বিডিঅ্যাপ্‌স প্রো। বিডিঅ্যাপ্‌স লাইট সাধারণত নন-ডেভেলপাররা এসএমএস-ভিত্তিক অ্যাপ এবং অন্যান্য প্রিলোড করা অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করে, বিডিঅ্যাপ্‌স প্রো অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন সক্ষম করার জন্য কোডিং জানা ব্যক্তিরা ব্যবহার করে।

প্রশ্নঃ বিডিঅ্যাপ্‌স-এ কোন কোন এপিআই পাওয়া যায়?

উত্তরঃ বর্তমানে নিম্নলিখিত এপিআইগুলো বিডিঅ্যাপ্‌স-এ পাওয়া যাচ্ছে- এসএমএস এপিআই, ইউএসএসডি এপিআই, সিএএএস এপিআই, সাবস্ক্রিপশন এপিআই, ওটিপি এপিআই, ডাউনলোড এপিআই।

প্রশ্নঃ আমি কিভাবে একজন ডেভলোপার হিসেবে বিডিঅ্যাপ্‌স এ যোগ দিতে পারি?

উত্তরঃ ডেভলোপার হিসেবে বিডিঅ্যাপ্‌স-এ যোগ দিতে http://dev.bdapps.com/ ভিজিট করুন
আপনি সাথে সাথেই ওয়েবসাইটের রিসোর্স ব্যবহার করতে পারবেন।

প্রশ্নঃ জয়েন করার মত কি কি কমিউনিটি আছে বিডিঅ্যাপ্‌স-এ?

উত্তরঃ দ্রুত সহায়তা এবং আপডেটের জন্য আপনি বিডিঅ্যাপ্‌স ডেভেলপারস ফেসবুক গ্রুপে https://www.facebook.com/groups/bdappsGroup যোগ দিতে পারেন। এছাড়াও, বিডিঅ্যাপ্‌স-এর আরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেমন বিডিঅ্যাপ্‌স ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম এবং বিডিঅ্যাপ্‌স শি স্কোয়াড প্রোগ্রাম যা নেতৃত্বের দক্ষতার সাথে তরুণ ডেভলোপারদের সাপোর্ট করার জন্য বছরব্যাপী উদ্যোগ নেয়। কখন নতুন সদস্যদের অনবোর্ড করা হচ্ছে তা জানতে বিডিঅ্যাপ্‌স-এর সাথে যুক্ত থাকুন।

প্রশ্নঃ কিভাবে কেউ বিডিঅ্যাপ্‌স-এ হোস্ট করা একটি অ্যাপ্লিকেশন বা সার্ভিস অ্যাক্সেস করতে পারে?

উত্তরঃ অ্যাপ্লিকেশনগুলো বিডিঅ্যাপ্‌স স্টোরসহ হোস্ট করা যে কোনো অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ বা সার্ভিসে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে রবি/এয়ারটেল গ্রাহক হতে হবে।

প্রশ্নঃ আমি কিভাবে বিডিঅ্যাপ্‌স টিমের সাথে যোগাযোগ করতে পারি?

উত্তরঃ যে কোন সাহায্যের জন্য, অনুগ্রহ করে মেইল করুনঃ  support@bdapps.com.