Cover PhotoCover Photo

'জানি বাংলাদেশ, পারবে তুমিও' ফিল্টার দিয়ে ক্রিকেটীয় উচ্ছ্বাস প্রকাশ

রবি আজিয়াটার লিমিটেডের নতুন সৃষ্টি — "জানি বাংলাদেশ, পারবে তুমিও” নেমোনিক দিয়ে বানানো মনোমুগ্ধকর এআর ফিল্টার ব্যবহার করে হারিয়ে যান অগমেন্টেড রিয়ালিটির দুনিয়াতে। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের উত্তেজনা যখন তুঙ্গে, তখন রবি আজিয়াটা লিমিটেড এই ডাইনামিক এবং আকর্ষণীয় ফিল্টারটি চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই ফিল্টারের মাধ্যমে আমরা বাংলাদেশ ক্রিকেট উৎকর্ষতার ভার্চুয়াল উদযাপনে যোগ দিতে গ্রাহকদের আমন্ত্রণ জানাই। ৭ অক্টোবর আসন্ন ম্যাচ উপলক্ষ্যে, আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অবিচল সমর্থন যুগিয়ে সবসময় তাদের পাশে আছি। দলকে আপনার উৎসাহমূলক বার্তা পাঠাতে এআর ফিল্টারটি ব্যবহার করে খেলার স্পিরিটকে সামনে তুলে ধরুন। আসুন ভার্চুয়াল উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলি এবং ক্রীড়ামনোভাব এবং জাতীয় গর্বের সম্মিলিত উদযাপনে একত্রিত হই।

যোগ্যতার মানদণ্ড

  • জাতীয়তা বাংলাদেশী হতে হবে
  • বয়স ন্যূনতম ১৮ বছর
  • অংশগ্রহণকারীর বয়স, পরিচয় এবং যোগ্যতার প্রমাণ (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ইত্যাদি) অনুরোধের ভিত্তিতে রবিকে দিতে হবে

১) অংশগ্রহণকারীরা নীচে এআর ফিল্টারের লিঙ্কগুলো খুঁজে পাবে:
ফেসবুক: www.facebook.com/fbcameraeffects/tryit/2126308964368158/
ইনস্টাগ্রাম: www.instagram.com/ar/2126308964368158

২) অংশগ্রহণকারীরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফিল্টারটি খুঁজে এটির সাথে একটি ছবি তুলতে হবে।

৩) অংশগ্রহণকারীরা রবির সোশ্যাল মিডিয়া পেজে প্রদর্শিত হওয়ার সুযোগ পাবেন।

৪) অংশগ্রহণকারীকে অবশ্যই প্রত্যয়িত এবং নিশ্চিত করতে হবে তার আইডিয়াটি তৃতীয় পক্ষের না অথবা কোনো কপিরাইট অধিকার লঙ্ঘন করে না। আইডিয়া জমা দেয়ার ফলে কোনো মেধাস্বত্ব অধিকার লঙ্ঘন হলে তার জন্য রবি দায়ী থাকবে না।

৫) প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে, প্রতিটি অংশগ্রহণকারী এবং তাদের আইনি অভিভাবক রবিকে সেই কন্টেন্টগুলো ব্যবহার করার জন্য তাদের সম্মতি দেয়, যা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, নন-ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন এবং প্রিন্টসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারমূলক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। বিজয়ীদের এই ধরনের ব্যবহারের জন্য কোন পারিশ্রমিক দেয়া হবে না।

৬) ক্যাম্পেইন চলবে ১৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত।

৭) অবৈধ সাবমিশনঃ

  • দেশের প্রচলিত আইন বা সংবিধান লঙ্ঘন করে এমন যেকোনো কিছু
  • তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার লঙ্ঘন করে এমন যেকোনো কিছু
  • মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে যেকোনো ধরনের প্রচারণা
  • আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক ধারণা(গুলো)’র সাথে ব্যবহৃত এবং সম্পর্কিত যেকোনো বিষয় যা কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, লাঞ্ছিত বা অপবাদিত করতে পারে
  • ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিকে আঘাত করে এমন যেকোনো কিছু
  • যেকোনো ধরনের মানহানিকর তথ্য
  • সমাজের বিভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে, অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, অথবা অশান্তি বা অশৃঙ্খলা সৃষ্টি করে, অথবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে বা অবনতির দিকে নিয়ে যায় এমন যেকোনো কিছু
  • জমা দেওয়া ধারণায় যেকোনো ধরনের ঘৃণা/বৈষম্যমূলক/অবমাননাকর/অশ্লীল বক্তৃতা/বিষয়বস্তু ব্যবহার
  • যে কোন ধরনের রাজনৈতিক ধারণা বা বিবৃতি
  • রবি, তার নিজস্ব একচেটিয়া অধিকারে, এই ক্যাম্পেইন পরিপন্থী কিংবা যেকোনো আইন/বিধি/নির্দেশনা/নীতির সাথে সাংঘর্ষিক বা সামাজিক নিয়মের বিরোধী মর্মে বিবেচিত হলে, কোনো কারণ ছাড়াই যেকোনো জমা দেওয়া আবেদন প্রত্যাখ্যান বা অযোগ্য ঘোষণা করার অধিকার রাখে।

প্রতিনিধিত্ব

জমা দেয়া প্রতিটি কন্টেন্ট সম্পূর্ণরূপে অংশগ্রহণকারীর মৌলিক কাজ হতে হবে। এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে, অংশগ্রহণকারী প্রতিনিধিত্ব করে, স্বীকার করে এবং নিশ্চিত করে যে তার কন্টেন্টটি প্রতিযোগিতায় রাখার পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে এবং কোনো কন্টেন্ট-ই কপিরাইট লঙ্ঘন করে না বা অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার লঙ্ঘন করে না। অংশগ্রহণকারী তার জমা দেয়া কোনো কন্টেন্ট সম্পর্কিত তৃতীয় পক্ষের যেকোনো দাবি থেকে রবিকে ক্ষতিপূরণ দিতে সম্মত হন।

নিয়ম, শর্ত এবং নীতিমালা গ্রহণ

যেকোনো কন্টেন্ট জমা দেয়ার মাধ্যমে, প্রতিটি অংশগ্রহণকারী এই নথিতে বিস্তারিত শর্তাবলী, নিয়ম এবং নীতিমালা মানতে সম্মত হয়েছে বলে গণ্য করা হবে এবং কোনো অংশগ্রহণকারী যদি কোনো শর্তাবলী লঙ্ঘন করেছে, কোনো আইন লঙ্ঘন করে কাজ করেছে, অথবা কোনোভাবে প্রতারণামূলক আচরণ করেছে বা রবিকে অসম্মান করেছে বলে বিশ্বাস করার কারণ থাকলে যেকোনো সময় এবং নিজের একচেটিয়া অধিকারে প্রতিযোগিতা থেকে যেকোনো এন্ট্রি বাদ দেওয়ার অধিকার রাখে রবি।

সংরক্ষিত অধিকার

রবি, নিজস্ব বিবেচনায় প্রয়োজন মনে করলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, যেকোনো পর্যায়ে ক্যাম্পেইন বাতিল বা নিয়মাবলীর যেকোনো পরিবর্তন করার অধিকার রাখে।

আইন ও আদালতের এখতিয়ার

এই শর্তাবলী এবং ক্যাম্পেইনের কন্টেন্ট, বৈধতা, সমাপ্তি বা বাস্তবায়ন (অচুক্তিজনিত বিরোধ বা দাবিসহ) থেকে উদ্ভূত বা এর সাথে সম্পর্কিত যেকোনো বিরোধ বা দাবি বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং ব্যাখ্যা করা হবে।

বাংলাদেশের আদালত এই শর্তাবলী বা এর কন্টেন্ট থেকে উদ্ভূত বা এর সাথে সম্পর্কিত যেকোনো বিরোধ বা দাবির (অচুক্তিজনিত বিরোধ বা দাবিসহ) বিচার করার একচেটিয়া অধিকার রাখবে।