Cover PhotoCover Photo

“পারবে তুমিও”—দেশের মানুষের অদম্য চেতনাকে সম্মান জানাতে রবি’র নতুন পদচারণা

শুরু হয়েছে রবি আজিয়াটা লিমিটেড-এর নতুন ক্যাম্পেইন “পারবে তুমিও”-এর যাত্রা, যা এদেশের অসংখ্য মানুষের থেমে না যাওয়ার দৃঢ় মনোবলকে সম্মান জানায়। এই ক্যাম্পেইনে বলা হয়েছে বাধা পেরোনোর গল্প, যার সম্পৃক্ততা শুধু কিছু মানুষের সাথে নয়, আছে পুরো জাতির সাথেই।

যারা সকল বাধা ভেঙে এগিয়ে যাচ্ছে নিজের লক্ষ্যের দিকে, রবি 4.5G সুপারনেট কভারেজ এর মাধ্যমে দীর্ঘদিন ধরে তাদের ডিজিটাল পার্টনার হিসেবে পাশে থাকতে পেরে গর্বিত। শীর্ষস্থানীয় ডিজিটাল সার্ভিস প্রদানকারী এই প্রতিষ্ঠান 4G মার্কেটে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে । ফলে, রবি গ্রাহকদের ৫৫.৪% আজ 4G ব্যবহারকারী যা টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ। দেশব্যাপী ১৬,০৭৩ টি 4G সাইটের মাধ্যমে ৯৮.৪% জনসংখ্যার কভারেজ নিশ্চিত করেছে রবি। এ সব উদ্যোগ গ্রাহকের 4.5G ইন্টারনেট এক্সপেরিয়েন্স কে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, ইন্টারনেটের স্পিড বাড়িয়েছে, বিশেষত 4G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য।

রবি’র 4.5G সুপারনেট এর শক্তিতে দেশজুড়ে আমাদের গ্রাহকেরা অর্জন করেছেন অসাধারণ সব মাইলস্টোন। নানা সুপ্রতিষ্ঠিত এফ-কমার্স এবং স্টার্টআপ থেকে শুরু করে নিত্য নতুন সব স্কিল শেখা, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করা, এসব কিছুই সম্ভব হয়েছে রবি 4.5G’র শক্তিশালী ইন্টারনেট এক্সপেরিয়েন্সের মাধ্যমে।

বাধা পেরিয়ে সামনে এগোনোর এই স্লোগান সবার মাঝে ছড়িয়ে দিতে রবি একটি নতুন টিভি বিজ্ঞাপন ও নিয়ে এসেছে, যেখানে সাফা কবিরকে প্রধাণ চরিত্রে দেখা যাবে। পাশাপাশি অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মেও দেশব্যাপী প্রচার চালানো হচ্ছে। এই সমাজের বহুসংখ্যক মানুষের ঘুরে দাঁড়ানোর এমনি অনুপ্রেরণামূলক গল্প রয়েছে। সামনের দিনগুলোতে তাদের বিশেষভাবে সম্মাননা জানাতে চায় রবি।