Cover PhotoCover Photo

সুপার রবিবার মানেই রবি!

রবির সুপার রবিবারে সাথে জিতুন কক্সবাজার ভ্যাকেশন:

সুপার রবিবার ক্যাম্পেইনের জন্য প্রস্তুত হয়ে যান!

এই রবিবার, রবি আপনার জন্য নিয়ে এসেছে স্বপ্নের ছুটি উপভোগ করার এক মজাদার সুযোগ! অংশগ্রহণ করতে শুধু মাই রবি অ্যাপে লগ ইন করুন। আপনার রবিবারকে অ্যাডভেঞ্চারে পরিণত করা হয়ে যাবে খুব সহজ! মিস করবেন না—এই সুপার রবিবারকে অবিস্মরণীয় করে তুলুন

ক্যাম্পেইন মোডালিটি:


ক্যাম্পেইন প্ল্যাটফর্মমাই রবি অ্যাপ
অংশগ্রহণের নিয়ম:মাই রবি অ্যাপে লগ ইন
গ্রাহক বিবরণীরবি আজিয়াটা পিএলসি-এর রবি ব্র্যান্ড-এর গ্রাহক।
বিজয়ী বাছাই
  • প্রথমবার লগইন করা প্রতি ৩০০,০০০তম গ্রাহক পাবেন ২৫,০০০ টাকার একটি ট্র্যাভেল ভাউচার
  • যে কোনো গ্রাহক যারা ক্যাম্পেইনের শর্ত পূরণ করবেন, তারা পাবেন ৫০টি লয়ালটি পয়েন্ট, যেগুলোর মেয়াদ থাকবে ৩০ দিন।
ক্যাম্পেইনের সময়সীমা১ ডিসেম্বর, ২০২৪ (রাত ১২:০০ থেকে রাত ১১:৫৯)

রবি আজিয়াটা পিএলসি (রবি) গর্বের সাথে ঘোষণা করছে একটি নতুন আকর্ষণীয় ক্যাম্পেইন “সুপার রবিবার”। এই উদ্যোগটি আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি ‘রবি’ এর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।

  • এই অফার শুধুমাত্র রবি আজিয়াটা পিএলসি’র রবি ব্র্যান্ড-এর সাবস্ক্রাইবারদের জন্য প্রযোজ্য।
  • গ্রাহকদের (রবি ব্র্যান্ড সাবস্ক্রাইবারদের) ২০২৪ সালের ১ ডিসেম্বর রবিবার (রাত ১২টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত) মাই রবি অ্যাপ-এ লগ ইন করতে হবে, তাহলেই তারা পুরস্কারের জন্য যোগ্য হবেন।
  • প্রথমবার লগ ইন করা প্রতি ৩০০,০০০তম গ্রাহক পাবেন ২৫,০০০ টাকার একটি ট্রাভেল ভাউচার।
  • যেসকল গ্রাহক ক্যাম্পেইনের শর্ত পূরণ করবেন, তারা পাবেন ৫০টি লয়ালটি পয়েন্ট, যেগুলোর মেয়াদ থাকবে ৩০ দিন।
  • ক্যাম্পেইনের বিজয়ীদের রবি হটলাইন নম্বর থেকে ফোন করে জানানো হবে। যোগাযোগের জন্য রবি কাস্টমার সার্ভিস ও সাপোর্টের হেল্পলাইন এবং লাইভ চ্যাট চেক করুন।
  • রবি কর্মচারী এবং কর্মকর্তাগন এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না।
  • রবি কখনই গ্রাহকদেরকে পুরস্কার দেওয়ার জন্য কোনো টাকা ট্রান্সফার করতে, ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বা কোনো ব্যক্তিগত সামগ্রী প্রদান করতে বলবে না। আপনার নিরাপত্তার জন্য, এমন কোনো অনুরোধ উপেক্ষা করুন এবং সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে অবিলম্বে রিপোর্ট করুন।
  • ক্যাম্পেইনে বিজয়ী নির্বাচন এবং পুরস্কার নির্ধারণের একমাত্র বিচক্ষণতা ও অধিকার রবি সংরক্ষণ করে। বিজয়ীদের নাম রবি হটলাইন নম্বর, রবি অফিসিয়াল পেজ এবং মাই রবি অ্যাপ-এর মাধ্যমে ঘোষণা করা হবে, এবং রবি’র নির্বাচন চূড়ান্ত এবং সিদ্ধান্তমূলক হবে।
  • বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে শারীরিকভাবে অথবা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে, বিজয়ী ঘোষণা করার ১৫ দিনের মধ্যে। বিজয়ীকে রবি হটলাইন নম্বর দিয়ে জানানো হবে।
  • যদি বিজয়ীকে যোগাযোগ করা না যায় অথবা প্রথম ফোন কলের ২৪ ঘণ্টার মধ্যে তিনি সাড়া না দেন, তবে রবি পুরস্কারটি প্রত্যাহার করার অধিকার রাখে। তবে, রবি ইচ্ছামতো অন্য একজনকে পুরস্কার দিতে পারে যাকে তারা উপযুক্ত মনে করবে। রবি’র এই সিদ্ধান্ত চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক হবে।
  • বিজয়ী সম্মত থাকবেন যে, রবি তার নাম এবং ছবি যেকোনো প্রচারণা বা যোগাযোগে ব্যবহার করার অধিকার রাখে।
  • যদি কোনো গ্রাহক পূর্ববর্তী সুপার রবিবার ক্যাম্পেইনে পুরস্কার পেয়ে থাকেন, তবে তিনি এই পুরস্কারের জন্য পুনরায় যোগ্য হবেন না।
  • রবি বিজয়ীকে জানাবে কোথায় এবং কখন পুরস্কার সংগ্রহ বা বিতরণ করা হবে।
  • অংশগ্রহণকারী বা প্রতিযোগী এখানে নিশ্চিত করেন যে, তিনি ক্যাম্পেইনের সকল শর্তাবলী মেনে চলবেন।
  • রবি যেকোনো সময় এবং তার একমাত্র বিবেচনায় এই ক্যাম্পেইনে কোনো এন্ট্রি বাতিল করার অধিকার রাখে যদি রবি মনে করে যে, কেউ কোনো শর্ত লঙ্ঘন করেছে, আইন লঙ্ঘন করেছে, অথবা কোনোভাবে প্রতারণা করেছে বা রবি’র মানহানি করেছে।
  • রবি যেকোনো সময়, একমাত্র বিবেচনায় এবং কোনো কারণ ছাড়াই উপরোক্ত শর্তাবলী পরিবর্তন বা সংশোধন করার অধিকার রাখে।