Cover PhotoCover Photo

কোম্পানি প্রোফাইল

রবি আজিয়াটা লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে আজিয়াটা গ্রুপ বারহাদ অব মালয়েশিয়ার স্টেক ৬১.৮২%, ভারতী এয়ারটেল অব ইন্ডিয়ার স্টেক ২৮.১৮% ও বাকি ১০% স্টেকহোল্ডার সাধারণ জনগণ। ২০২০ সালের ২৪ শে ডিসেম্বর দেশের সর্বকালের বৃহত্তম আইপিও নিয়ে ঢাকা ও চট্টগ্রামের টুইন স্টক মার্কেটে এই কোম্পানি আত্মপ্রকাশ করে।

১৯৯৭ সালে ‘একটেল’ ব্র্যান্ড নামে বাংলাদেশে যাত্রা শুরু করে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ)। পরবর্তীতে ২০১০ সালে কোম্পানিটির নতুন ব্র্যান্ড নাম হয় ‘রবি’ এবং কোম্পানির নাম পরিবর্তিত হয়ে ‘রবি আজিয়াটা লিমিটেড’ হয়।

রবি বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬৪ লাখ। যা কিনা দেশের মোট গ্রাহক বাজারের ৩০%। যার মধ্যে থেকে ৫৭% অর্থাৎ ৩ কোটি ২৪ লাখ ৪জি গ্রাহক। এবং ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত ৭৫% গ্রাহক ডেটা ব্যবহার করেছেন।

রবি তার ১৬ হাজারের বেশি ৪জি সাইটের সাহায্যে ৯৮.৫% জনগণের কাছে ৪জি নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করেছে। ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ শতাংশ (৭৬.৫%) ডেটা ব্যবহারকারী থাকায় রবি গর্বিত।

এয়ারটেল বাংলাদেশ’র সাথে একীভূত হওয়ার পর ২০১৬ সালের ১৬ নভেম্বর থেকে একীভূত কোস্পানি হিসেবে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এখন পর্যন্ত এটি বাংলাদেশের বৃহত্তম এবং টেলিযোগাযোগ খাতের প্রথম একীভূতকরণের ঘটনা।

অপারেটরটি দেশের অনেক ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু এবং দেশের গ্রামীণ ও উপশহর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করছে। দেশের একমাত্র মোবাইল ফোন অপারেটর হিসেবে ৪.৫জি নেটওয়ার্কে ভয়েস ওভার এলটিই এবং ৫জি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে রবি।