Cover PhotoCover Photo

মোহাম্মদ সাহেদুল আলম

চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার

মোহাম্মদ সাহেদুল আলম ২০১৯ সালের জুন থেকে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার হিসেবে কর্মরত। তিনি রবি’র কোম্পানি সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ২০ বছরের কর্পোরেট, রেগুলেটরি, আইনী, কমপ্লায়্যান্স, মিডিয়া এবং যোগাযোগ মাধ্যমের অভিজ্ঞতা নিয়ে তিনি ২০১০ সালের জুলাইয়ে রবি’তে যোগ দান করেন।

সাহেদ ২০১০ সালের জুলাই-এ হেড অফ লিগ্যাল হিসেবে রবি’তে যোগদান করেন এবং পরে ২০১৩ সালে কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট, আইনী ও নিয়ন্ত্রণ বিষয়ক কর্মকর্তা পদে পদোন্নতি পান। রবি’র পরিবর্তনে বড় ভূমিকা পালন করার সাথে সাথে সাহেদ কোম্পানির এথিক্স অফিসার হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৫ অবধি এই দায়িত্ব পালন করেন। রবি’তে যোগদানের আগে সাহেদ ৮ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে আইন অনুশীলন করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে সাহেদ যুক্তরাজ্যের একটি মিডিয়া হাউজে সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

সাহেদ লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি, নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন (এলএলএম)। ২০০১ সালে সাহেদ বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ব্যারিস্টার-অ্যাট-ল) এবং লিংকন ইন-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি একজন চার্টার্ড আরবিট্রেটর এবং INSEAD থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।