Cover PhotoCover Photo

রুহুল আমিন

প্রধান স্ট্র্যাটেজি অফিসার

রুহুল আমিন ২০১৯ সালের ১ জুন রবি’র চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি রবি’র ডেপুটি চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং আজিয়াটা গ্রুপ বারহাদের গ্রুপ ফিন্যান্সিয়াল কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন।

রুহুলের দায়িত্বের মধ্যে রয়েছে ডেটা-লেড ডিজিটাল ট্রান্সফরমেশন, বিগ ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লকচেইনের মাধ্যমে ভবিষ্যত কর্পোরেট স্ট্র্যাটেজি প্ল্যানিং । ২০১১ সালের অক্টোবরে তিনি রবি’তে যোগদান করেন।

রুহুল আজিয়াটা গ্রুপের মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যান্ড স্পেশাল প্রজেক্টস-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আজিয়াটা গ্রুপে যোগ দেওয়ার আগে, তিনি ফাইন্যান্সিয়াল কন্ট্রোলারসহ রবিতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

১৮ বছর ধরে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল টেলিকম খাতের একটি অবিচ্ছেদ্য নাম রুহুল। ২০০১ সালে গ্রামীণফোনে তাঁর কর্মজীবন শুরু হয়। তিনি বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। রুহুল ইনসিয়াড টেলকো স্ট্র্যাটেজি, আজিয়াটা- ইনসিয়াড ফাইন্যান্সিয়াল লিডারশিপ ডেভেলপমেন্ট এবং ট্র্যানজিশন টু জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রামে সার্টিফিকেশন অর্জন করেছেন।