Cover PhotoCover Photo

এম. রিয়াজ রাশিদ

চিফ ফাইন্যান্সিয়াল অফিসার

রিয়াজ রাশিদ যুক্তরাজ্যের চার্টার্ড ইন্সটিটিউট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (এফসিএমএ যুক্তরাজ্য, জিসিএমএ) এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ শ্রীলঙ্কার ফেলো সদস্য (এফসিএমএ এসএল)। তিনি শ্রী জয়বর্ধনেপুরা বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, শ্রীলঙ্কা থেকে এমবিএ অর্জন করেন। এছাড়া পিওর সায়েন্সে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন তিনি।

রিয়াজ তাঁর ২৮ বছরের কর্মজীবনের ২৫ বছর-ই মোবাইল টেলিযোগযোগ খাতে কাটিয়েছেন। তিনি লুক্সেমবার্গের মিলিকম ইন্টারন্যাশনাল সেলুলার এসএ (মিলিকম), এমিরেটস টেলিকমিউনিকেশন গ্রুপ (ইতিসালাত) এবং সি কে হ্যাচিসন গ্রুপের (হাচিসন) মতো বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

তিনি পেশাগত জীবন শুরু করেছিলেন আর্নেস্ট অ্যান্ড ইয়ং-এ এবং রবিতে যোগদানের আগে শেষ কর্মরত ছিলেন শ্রীলঙ্কার হাচিসন টেলিকমিউনিকেশন-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। হাচিসন টেলিকমিউনিকেশন-এর আগে, রিয়াজ ইতিসালাত শ্রীলঙ্কার ডেপুটি সিইও/ সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি শ্রীলঙ্কায় সেল্টেল লঙ্কা লিমিটেড এবং টিগো লঙ্কা প্রাইভেট লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। টেলিযোগাযোগ খাতে যোগদানের আগে তিনি শ্রীলঙ্কার হেইলিস গ্রুপ অফ কোম্পানিতে কর্মরত ছিলেন।