ম্যানেজমেন্ট কাউন্সিল প্রোফাইল
ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও
রবি'তে যোগ দেয়ার পূর্বে সিইও হিসেবে অপারেটর ওরেডুকে মিয়ানমারের শীর্ষ অবস্থানে নিয়ে আসেন রাজীব শেঠি। এর আগে তিনি এয়ারটেল আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার পদে কর্মরত ছিলেন।
২০২১ সালের আগস্ট থেকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে আসা এম. রিয়াজ রশিদের পরিবর্তে রাজীব শেঠি রবি’র সিইও নিযুক্ত হন।
রাজীব একজন দক্ষ এক্সিকিউটিভ যার স্থানীয় ও আন্তর্জাতিক স্টার্টআপ এবং শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক অভিজ্ঞতার পাশাপাশি ভোডাফোন, এইচপি, হাচিসন টেলিকম এবং এশিয়ান পেইন্টস-এর মতো কোম্পানিতে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন রাজীব। তিনি লখনৌয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং, ফিন্যান্স এবং অপারেশনে এমবিএ ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশে টেলিকম খাতে রাজীব একজন পরিচিত মুখ, কারণ এর আগে তিনি টেলিনরের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চিফ ফাইন্যান্সিয়াল অফিসার
চিফ কমার্শিয়াল অফিসার
চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার
চিফ টেকনোলজি অফিসার
চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার
প্রধান স্ট্র্যাটেজি অফিসার
চিফ ইনফর্মেশন অফিসার
ভারপ্রাপ্ত প্রধান মানবসম্পদ কর্মকর্তা