Cover PhotoCover Photo

রবি সিকিউর কানেক্ট

রবি সিকিউর কানেক্ট (আরএসসি) সেবাতে রবি নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল ডিভাইস বা টার্মিনালগু্লোর মধ্যে একটি কার্যকরী ও নিরাপদ পয়েন্ট-টু-পয়েন্ট ডেটা সংযোগ সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে এটি আইওটি (ইন্টারনেট অফ থিঙ্গস) এবং এমটুএম (মেশিন-টু-মেশিন) অ্যাপ্লিকেশন সার্ভিসের ভিত্তি হিসেবে কাজ করবে।

এটি কিভাবে কাজ করে?

রবি সিকিউর কানেক্ট (আরএসসি) মোবাইল নেটওয়ার্ক নিরাপদ কানেকটিভিটির মাধ্যমে মোবাইল ডিভাইস বা টার্মিনালের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে ডাটার আদান প্রদান নিশ্চিত করে। প্রতিটি সিম কার্ডের একটি স্ট্যাটিক আইপি এবং একটি ডেডিকেটেড এপিএন (অ্যাকসেস পয়েন্ট নেম) এর মাধ্যমে ডিভাইসগুলোর মধ্যেকার ইন্ট্রানেটের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা হয়, যা ডেডিকেটেড এপিএন-কে অন্যান্য পাবলিক এপিএন থেকে আলাদা করে এবং সিমকে সরাসরি ক্লায়েন্টের সার্ভারে যুক্ত করে। এটি রবি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সংযোগের উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করে।

সুবিধাঃ

  • উচ্চতর নিরাপত্তাঃ

তথ্য ট্রান্সমিশনের সময় অন্য কেউ আপনার ডাটা অ্যাকসেস করতে পারবে না। তথ্য বিনিময় সম্পূর্ণ নিরাপদ এবং পাবলিক ইন্টারনেট থেকে সম্পূর্ণ আলাদা।

  • উন্নত নেটওয়ার্ক পারফর্মেন্সঃ 

ডেডিকেটেড নেটওয়ার্ক রিসোর্সের মাধ্যমে রবি সিকিউর কানেক্ট ব্যবসায়িক সফটওয়্যার, ডাটাবেজ বা টার্মিনালগুলোতে দ্রুত এবং নির্ভরযোগ্য অ্যাকসেস প্রদান করতে সক্ষম যা রিয়েল-টাইম যোগাযোগের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম।

  • যেকোনো স্থানে ইন্ট্রানেট সংযোগঃ 

মোবাইল ডেটা সংযোগ থাকা অবস্থায় কর্পোরেট নেটওয়ার্ক ব্যবহার করে যেকোনো কোম্পানি কর্মচারীদের সাথে সংযুক্ত থাকতে পারবে। উচ্চতর নিরাপদ সংযোগের মাধ্যমে এটি পিওএস মেশিন টার্মিনালগুলোকে সচল রাখে।

উল্লেখযোগ্য সুবিধা

  • প্রাথমিকভাবে দেয়া ডাটার মেয়াদ ৩০ দিন এবং প্রতিমাসে এটি স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হবে।
  • প্রতিটি সিমে একটি স্ট্যাটিক আইপি এবং একটি ডেডিকেটেড এপিএন নেম নির্ধারিত থাকবে।
  • কোটা অতিক্রম করার পরে অতিরিক্ত চার্জ ছাড়াই ডাটা স্পিড ১২৮ কেবিপিএস-এ হ্রাস করা হবে। (ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য)
  • অতিরিক্ত ডাটা কিনতে, ডাটা প্ল্যানের পরিবর্তন করতে এবং একটি ডাটা বান্ডেল চালু/বন্ধ করতে নিচের চ্যানেলগুলো ব্যবহার করুনঃ
    • রবি কর্পোরেট হেল্পলাইন ০১৬১০-০০০৭৮৬ বা রবি হেল্পলাইন ১২৩।
    • রবি ডব্লিউআইসি বা রবি রিটেইলার।


নোটঃ
  • ট্যাক্স চার্জ ব্যতীত মূল্য (ভ্যাট, এসসি এবং এসডি)
  • সাধারণ কর্পোরেট নীতি অনুযায়ী মাসিক বিল মাস্টার অ্যাকাউন্টে ইস্যু করা হবে।
  • ৮০% এবং ১০০% খরচ হয়ে গেলে পাঠানো হবে ব্যালেন্স চেক নোটিফিকেশন পাঠানো হবে।

পণ্যের ব্যবহারিক ক্ষেত্র

পস (পয়েন্ট-অফ-সেলস) টার্মিনালঃ

  • ব্যাংকগুলোকে তাদের পস টার্মিনাল এবং তাদের সার্ভারগুলির মধ্যে একটি নিরাপদ পয়েন্ট-টু-পয়েন্ট সংযোগ দেয়া প্রয়োজন, যা সাধারণত তাদের নিজস্ব স্থান/ডাটা সেন্টারে অবস্থিত।
  • সারাদেশে বিপুল সংখক পস মেশিন রয়েছে এবং কিছু জায়গায় ব্রডব্যান্ড কাভারেজ খুবই দুর্বল কিন্তু মোবাইল কাভারেজ ভাল। তাই রবি সিকিউর কানেক্ট পস টার্মিনালের আওতাকে প্রসারিত করতে সাহায্য করে।
  • রবি সিকিউর কানেক্ট নিরাপত্তা ও নেটওয়ার্ক পারফর্মেন্স এর কার্যকারিতা না কমিয়েই পস টার্মিনালগুলোর মোবিলিটি প্রদান করে।

স্মার্ট মিটারিং

  • এমটুএম অথবাআইওটি, উভয়ক্ষেত্রেই বিলিং তথ্য পাঠানোর জন্য মিটারগুলি সরাসরি প্রধান অফিস/ডেটা সেন্টারে সংযুক্ত হবে। যেহেতু গ্রাহকের ডাটা নিরাপত্তা এবং এনক্রিপশন গুরুত্বপূর্ণ, স্ট্যাটিক আইপি এবং ডেডিকেটেড এপিএন সিম নিরাপদ সংযোগ নিশ্চিত করে।

যোগাযোগ করতে

কল করুনঃ

+8801833182667

মেইল করুনঃ

corporate.help@robi.com.bd