Cover PhotoCover Photo

এন্টারপ্রাইজ রিসোর্স লোকেটার

আপনার প্রতিষ্ঠান যদি মাঠ পর্যায়ে বিক্রয়ের জন্যে কল করা, গ্রাহকদের পণ্য সরবরাহ কিংবা বিক্রয়োত্তর সেবা দিতে লোকবল নিয়োগ করে থাকে, তাহলে আপনি আমাদের সাথে একমত হবেন যে, এসব কর্মীর অবস্থান জানতে পারলে আপনি মাঠ পর্যায়ের কার্যক্রম আরো ভালভাবে সম্পন্ন করতে পারবেন।

এন্টারপ্রাইজ রিসোর্স লোকেটর (ইআরএল) মাঠ কর্মীদের স্মার্টফোনের জিপিএস ক্ষমতা ব্যবহার করে তাদের অবস্থান সুনির্দিষ্ট করতে পারে এবং গুগল ম্যাপে অবস্থান দেখাতে পারে। অ্যান্ড্রোয়েড ও আইওএস সিস্টেমের অ্যাপ ব্যবহার করে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন।

সার্ভিসটির বৈশিষ্ঠ্যঃ

  • ক্লাউড ভিত্তিক অ্যাপ্লিকেশনটির সেবা পেতে আপনাকে কোন ধরনের হার্ডওয়্যার অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে না।
  • স্মার্টফোনের জিপিএস ক্ষমতার মাধ্যমে আরো সুনির্দিষ্ট এবং রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধা। 
  • কোন কর্মীর অবস্থান সংক্রান্ত তথ্য থেকে কোন নির্দিষ্ট দিনে তার ভ্রমণরেখা দেখা যাবে।
  • মাঠ কর্মী তার কর্মঘণ্টার মধ্যে নির্ধারিত স্থান ত্যাগ করছে কিনা কিংবা কখন করছে, সেটি জিও-ফেন্সিং ব্যবস্থা থেকে বুঝতে পারবেন। 
  • মাঠ কর্মী কখন তার দিনের কাজ শুরু করছে বা শেষ করছে সেটি ইআরএল’র অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট ব্যবস্থা থেকে ট্র্যাক করতে পারবেন। কর্মীর কর্মঘণ্টা হিসেব করার জন্যে কাগজের অ্যাটেনডেন্স শিটের দরকার হবে না।
  • ইআরএল’র লিভ ম্যানেজমেন্ট ফিচার থেকে কর্মী সরাসরি অ্যাপ্লিকেশন থেকেই ছুটির জন্যে আবেদন করতে পারবেন, এবং সুপারভাইজার তার কম্পিউটারে বসেই সেটি মঞ্জুর করতে পারবেন। কাগজে ছুটির আবেদন ও মঞ্জুরের দরকার হবে না।
  • কেবল লোকেশন ট্র্যাকিং নয়, আপনি কোন নির্দিষ্ট অঞ্চলে নিয়োজিত কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন করতে পারবেন।

ইআরএল ব্যবহার করতে পারে এমন ইন্ডাস্ট্রি: 

  • ফিনান্সিয়াল সার্ভিস
  • রিটেল
  • ইন্সুরেন্স কোম্পানি
  • হেলথ কেয়ার
  • ইউটিলিটি
  • ই-কমার্স

ইমেইল: corporate.help@robi.com.bd

আমি আগ্রহী